Monday, June 13, 2011

Invisible LAW 2:
সকলের দৃষ্টি আকর্ষণ করছিঃ
আপনি কীভাবে বুঝতে পারবেন যে, ''বাংলাদেশের হরতাল কমেছে''???
গতকালের প্রায় সকল পত্রিকার শিরোনাম ছিল যে, ''৩৬ ঘণ্টা দিবা-রাত্রি হরতাল''। এই কথাটার মধ্যে কোনো আশ্চর্যবোধক চিহ্ন নেই। এর মানে হলো এই দেশে হরতাল এখনও স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু লেখাটা যদি এমন হতো যে, ''৩৬ ঘণ্টা দিবা-রাত্রি হরতাল!''। এই লেখাটার মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন আছে। এর মানে, এই দেশের হরতাল অস্বাভাবিক একটা ঘটনা, যা অনেক মানুষকেই অবাক করে তুলে।
এই সকল কথার মানে হচ্ছে, ''আপনি যদি কোনোদিন বাংলাদেশের কোনো দৈনিক পত্রিকায় হরতাল সম্পর্কে কোনো লেখার শেষে 'আশ্চর্যবোধক চিহ্ন(!)' দেখতে পান, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে, বাংলাদেশের হরতাল আগের তুলনায় অনেক কমেছে।''
-------______---------______-------Invisible Ember

Thursday, June 9, 2011

Invisible LAW 1:
সকলের দৃষ্টি আকর্ষণ করছি:
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?-১৮ কোটি। এখন যদি আপনি একটি পৃথিবীর মানচিত্র নিয়ে তাতে Computer এর ১৮ size এর লেখায় বাংলাদেশের মানচিত্রের উপর ১৮ লেখতে চান, তাহলে আপনি ১৮ লেখতে পারবেন, কিন্তু ১৮-র ১ এর মাথা পরবে India-র উপর এবং ৮ এর কোনা পরবে India ও Mayanmar এর উপর। অর্থাৎ, ''যেই দেশের মানচিত্রের উপর ১৮ লেখার জায়গা নেই, সেই দেশে ১৮ কোটি মানুষ বাস করবে কীভাবে???????'' তাহলে আপনার মতে, এই দেশে মানুষ থাকা দরকার কত কোটি? আমার কথা যদি আপনাদের একটুও ভাল লেগে থাকে তাহলে নিচের ছবিটি দেখুন। '''আসুন আমরা সবাই জনসংখ্যা সম্পর্কে সচেতন হই এবং অপরকেও এই ব্যাপারে সচেতন করে তুলি।''
-------______---------______-------Invisible Ember